
পারভিন আক্তার,
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শীতলক্ষা নদীর উপর নির্মিতব্য কদম রসুল সেতু নিয়ে উন্মুক্ত মত বিনিময় সভা,
রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহবায়, এর সভাপতিত্বে, উন্মুক্ত মত বিনিময় সভা, আলী আহম্মদ চুনকা পাঠাগার নারায়ণগঞ্জে ২০ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫ ঘটিকার সময়,
নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর উপরে নির্মিত সেতু নিয়ে, পশ্চিম ধারের সংযোগ অংশটি, কালিবাজার সিরাজদুল্লাহ রোডের সংযোগ ক্ষেত্রে, বিভিন্ন সমস্যাগুলি হওয়ার কারণে, অদ্য এলাকার জনসাধারণ ও ব্যবসায়ী বৃন্দ, বিভিন্ন প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করে,
তাহার বিপরীতে, বন্দর এলাকার বাসি, উক্ত সংযোগের বিষয়ে নানান মন্তব্য করায়, নারায়ণগঞ্জের নাগরিক আন্দোলনের পক্ষ থেকে, আলী আহমদ চুনকা পাঠাগারে, পূর্ব ঘোষিত অনুযায়ী উন্মুক্ত আলোচনার আয়োজন করেন, উক্ত আলোচনায় নারায়ণগঞ্জের বিশিষ্ট রাজনীতিকবিদ, ব্যবসায় বৃন্দ নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ সহ সকলে উপস্থিত হয়ে মতামত প্রকাশ করেন,
উন্মুক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন,রুবিন রেজা, অধ্যাপক, নারায়ণগঞ্জ কলেজ, মোহাম্মদ নুর উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা, সভাপতি আমরা নারায়ণগঞ্জ,
তরিকুল সুজন, আহবায়ক, গণপরিষদ আন্দোলন, অসিক বরুন বিশ্বাস, সাবেক কাউন্সিলর, জাহিদুল হক দিপু, এডভোকেট এবি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জের ,ইসলামী আন্দোলনের, মাসুম বিল্লাহ মাসুম,
ডাক্তার সাইফুল ইসলাম, রবিন হোসেন, মোহাম্মদ নাজির খান, সভাপতি ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতি, তানভীর হোসেন, ব্যবসায়ী, সহ বিভিন্ন নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ,
বক্তব্যে, সভাপতি মহোদয়, সকলের উদ্দেশ্যে বলেন, আমরা নারায়ণগঞ্জের বাসি, কদম সেতু হোক এটা আমরা সবাই চাই, এটা নারায়ণগঞ্জের বহুদিনের দাবি, কিন্তু এ সেতু হওয়ার পরে যাতে মানুষের উপকার হয় সেদিকে চিন্তা করেন, যাহাতে নারায়ণগঞ্জ বাসির পরবর্তীতে ভোগান্তি না হয়, সে চিন্তা করে, পশ্চিম পাশের সংযোগের নকশার পরিবর্তন আমরা চেয়েছি,
আমরা বন্দর বাশির সাথে একমত, প্রথম রাসূল সেতু শীতলক্ষা নদীর উপর দিয়েই হবে, শুধু নকশার পরিবর্তন চাই,
বর্তমানে নকশার যে সংযুকটি, নারায়ণগঞ্জ স্কুল নারায়ণগঞ্জ কলেজ হয়ে, রেল ক্রসিং এর সামনে দিয়ে স্থাপন করলে, সিরাজ দৌলা রোড চলাচলের মারাত্মক আকার ধারণ করবে,
যাহা প্রশাসনের সামাল দেওয়া মুশকিল হয়ে পড়বে, এ সকল চিন্তা করে, নারায়ণগঞ্জ সকলের মতামতি ভিত্তিতে, পশ্চিম দারের নকশা পরিবর্তন দাবি করছি।