প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
ড সফিউর রহমান চতুর্থবারেও বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় অন্তর্ভুক্ত হলো

শামসুন্নাহার,
চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও রসায়ন বিভাগের প্রধান প্রফেসর ড মো: সফিউর রহমান টানা চতুর্থবারের মতো বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ের কর্তৃক প্রকাশিত এ তালিকায় বাংলাদেশের পক্ষ থেকে তিনি হয়েছেন এক উজ্জ্বল নক্ষত্র।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অনার্সে স্বর্ণপদক অর্জনের মধ্য দিয়ে তাঁর গবেষণার যাত্রা শুরু। ২০০৫ সালে কানাডার ডালহৌসি বিশ্ববিদ্যালয়ে এনএসইআরসি স্কলারশিপে পিএইচডি সম্পন্ন করেন।দীর্ঘ ১১ বছর বিদেশে গবেষণা ও শিক্ষকতা করলেও ২০২৪ সালে দেশপ্রেমের টানে ফিরে আসেন তিনি। বর্তমানে তিনি পরমাণু শক্তি কমিশনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে খন্ডকালিন শিক্ষকতা করছেন।তাঁর তত্ত্বাবধানে এখন পর্যন্ত ৫ জন পিএইচডি এবং ৬৫ জন পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থী গবেষণা সম্পন্ন করেছেন।
ড সফিউর রহমান বলেন,"আমার দেশ আমাকে সুশিক্ষিত হওয়ার সুযোগ দিয়েছে। তাই দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই আমি দেশে ফিরে এসেছি। "গবেষণায় অসামান্য অবদানের জন্য স্বীকৃতিস্বরুপ তিনি পেয়েছেন বাংলাদেশ সরকারের শ্রেষ্ঠ গবেষক পুরষ্কার (২০২২),ড এম এ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক (২০২৩) ভিয়েনায় আয়োজিত FAO- IAEA সিম্পোজিয়ামের Merit Award (2024) সহ একাধিক আন্তর্জাতিক সম্মাননা।
তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন," বিজ্ঞান শুধু ক্যারিয়ার নয়,এটি মানবতার সেবা।আজ যদি আমার অর্জন দেশের নাম উজ্জ্বল করে,তবে সেটিই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24