প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
ভূরুঙ্গামারীতে দুই রাইস মিলকে জরিমানা

প্রতিনিধি: মোঃ মনিরুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পলিথিন মোড়ক ব্যবহার করায় দুটি রাইস মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের দিনা অটো রাইস মিল ও দিপু অটোমেটিক রাইস মিলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করায় প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল সরকার, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজার রহমান সহ থানা পুলিশের একটি টিম এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র বলেন, “দুটি রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি প্লাস্টিকের বস্তায় চাল প্যাকেট করে বাজারজাত করছিল। সরকার ঘোষিত ১৭টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক হলেও তারা আইন অমান্য করেছে। এ কারণে দুটি মামলায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24