প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
উদ্যোক্তা মেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আলমগীর হূসাইন।

মোহাম্মদ নাজির খান,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।
স্থান হীরা কমিউনিটি সেন্টার জামতলা ফতুল্লা নারায়ণগঞ্জ।১৭ ই সেপ্টেম্বর, রুজ মঙ্গলবার
সকাল ১১ ঘটিকায় ইউনিসেফ এর অর্থায়নে এবং ব্রাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি কর্তৃক প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আলমগীরহুসাইন।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিশেষ অতিথি হিসেবেতাসলিমা শিরিন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান সরদার নারায়ণগঞ্জ জেলার,সমাজসেবা,অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মদ ভিকারুন্ নেছা নারী ও শিশু বিষয় অধিদপ্তরের উপ পরিচালক মোছাম্মত,হাসিনা,মমতাজ,নারায়ণগঞ্জ জেলার যুব উন্নয়ন অধিদপ্তরে উপ পরিচালক মোহাম্মদ,জসিম,উদ্দিন,বিসিক,জেলা কার্যালয়ে,নারায়ণগঞ্জেরসহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ এম এ মান্নান ভূঁইয়া চেয়ারম্যান মানাবক কল্যাণ পরিষদ সব বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
তাসলিমা শিরিন বক্তব্য জানান আজকের এই উদ্যোক্তা মেলা কেবল একটি অনুষ্ঠান নয় বরং আমাদের নারীদের স্বপ্ন পূরণের এক অগ্রযাত্রা
তাই প্রকল্প আয়োজিত এই উদ্যোক্তা নারায়ণগঞ্জ সব ক্ষেত্রে যাহাতে বাস্তাবিত হয় সেই লক্ষ্যে সকল নারীদেরকে কাজ করার অনুরোধ জানান।
প্রধান অতিথি মোহাম্মদ আলমগীর হুসাইন সুন্দর এই পরিবেশে নারীর উদ্যোক্তাদের এই মেলার আয়োজনের প্রশংসা করেন
এবং এই প্রকল্প চালু থাকলে নারীদের কর্মসংস্থার বেকারত্ব দূর হবে বলে আশা প্রকাশ করেন।
নারায়ণ গঞ্জ জেলায় আরও এরকম প্রকল্প করার অনুরোধ জানিয়ে তার বক্তব্য সমাপ্ত ঘোষণা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24