প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 13, 2026 ইং
মানুষ ধর্মকর্ম আদেশ অমান্য দেশ লেবাস প্রচার দুটি কথা

মোঃ কুতুব উদ্দিন ঢাকা
উপদেষ্টা : দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪
মানুষ পরিচয় অথচ
মানুষের বৈশিষ্ট্য আদব বা আচার অথবা শিষ্টাচার গুনাগুন বলতে আমার কিংবা আমাদের অধিকাংশ লেবাসধারী দের মধ্যে প্রকাশ নেই,আমরা ধর্ম কর্ম জাত গণতন্ত্র রাজনৈতিক এসবে যতই পিড়াপিড়ি করছি বা চলছে মানুষহওয়া নিয়ে একদম পিড়াপিড়ি নেই জগতে,আমরা তাহলে কি সে মানুষ কি সে বড়াই কি সে এত অহংবোধ?
বস্ত্র জাত ধর্ম রাজনৈতিক যতই পিড়াপিড়ি করছি আমরা ধংস হচ্ছি প্রতিনিয়ত, নিজের অবস্থান চিন্তা করছি না এসব জান মান আত্মসম্মান কর্ম কোন কিছুই ঠিক নেই ভালো নেই হেফাজতে নেই, সততা পবিত্রতা মনুষ্যত্ববোধ কিচ্ছু নেই।
আমরা এই মানুষেরা যতটা ভালো করছি বলে বেড়াই ঠিক তার বিপরীত প্রকাশ পেয়েই যায়,কিঞ্চিৎ চিন্তা নেই সঠিক সত্য পথ মতের ধারণা নেই না,ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে বুঝিনা করেই চলেছি এই ভেবে যা হওয়ার হবেই,
ভাবছি যতটা সময় জগৎ এ জীবিত জবরদস্তি চলবে যা খুশি যা ভালো মনে করি করবো।
অথচ আমরা মানুষ বলছি নিজেদের ধার্মিক বলছি নিজেদের জাত কুল নিয়ে বড়াই করছি সম্পদের বড়াই করছি অর্থের বড়াই করছি সৌন্দর্যের বড়াই করছি শরীর এর শক্তির বড়াই করছি ক্ষমতার বড়াই করছি মিথ্যা বলছি অন্যের ক্ষতি করছি অন্যান্য মানুষ মেরে ফেলছি নিজের ভোগের জন্য অনেক কিছুই করছি ধর্মকর্ম নিয়ে
সকাল সন্ধ্যা গোজামিল দিয়ে নিজের মত করে গুছিয়েপ্রচার করছি,কুপথ অবলম্বন করছি।
মহামান্য মহাশক্তি রব প্রভূ মহাগুরু ঈশ্বর আল্লাহ ভগবান গড খেদা বলে কিছুই মানি না প্রকৃতি শক্তি মানি না মাটি শক্তি মানিনা বাতাস শক্তি মানিনা অগ্নি শক্তি মানিনা জলের শক্তি মানিনা সম্পর্কের শক্তি মানিনা ভক্তির শক্তি মানিনা প্রেমের শক্তি মানিনা তবু নিজে নিজেদের মানুষ বলছি পরিচয় দিচ্ছি দাবী করছি আমরা মানুষ।।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24