
নিজস্ব প্রতিবেদক, খুলনা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাদ আছর খুলনার পূর্ব রূপসার বাগমারা গ্রামস্থ আদর্শ মহল্লা যুব সংঘ এ অনুষ্ঠানের আয়োজক। দোায়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ রায়হান।
প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল ভাইকে বিজয়ী করতে কাজ করতে হবে। আর এজন্য বিগত দিনের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের জন্য দ্বারে-দ্বার ভোট প্রার্থনা করতে হবে।
নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দিদারুল ইসলামের সভাপতিত্বে ও রূপসা কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈমের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শেখ রয়েল আজম, রবিউল ইসলাম রবি, নৈহাটী ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির শেখ, উপজেলা শ্রমিক দলের সাবেক সদস্য সচিব ইউনুস গাজী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ-প্রচার সম্পাদক মাইনুল হাসান, থানা ছাত্রদলের সাবেক সভাপতি এসএম মিজানুর রহমান, রূপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ লাভলু শেখ, রূপসা কলেজ ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন লিপন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সার্ভেয়ার মোঃ জাকির হোসেন, যুবদল নেতা হাফেজ মাসুদ মীর, উপজেলা মহিলা দল সাংগঠনিক সম্পাদক রোকসানা পারভিন, উপজেলা কৃষক দল যুগ্ম-সাধারণ সম্পাদক মজনু হাওলাদার,
রূপসা কলেজ ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি জিহাদ মোল্লা রনি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পিয়াস মুন্সী, বিএনপি নেতা আতাহার গাজী, সোলায়মান আনসারী, যুবদল নেতা আসাদুজ্জামানের অপু, আরিফ শেখ, ছাত্রনেতা মিদুল সরদার, হান্নান শেখ, বক্কার শেখ, মাফুজুর রহমান,
যুবদল নেতা নাজমুল হাসান,
বিএনপি নেতা সাইফুল ইসলাম,বাসার শেখ, মোঃ হারুন শেখ মোঃ রনি শেখ, ইসরাইল গাজী, শাওন শেখ, আঃ কাদের, জলিল ভান্ডারি, নান্না শেখ, মোঃ ডালিম, মহিলা দল নেতা রাবেয়া পারভিন ময়না, সুলতানা বেগম, শিল্পী খাতুন, পুতুল খাতুন প্রমুখ।