প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 9, 2026 ইং
ধামইরহাটে ১৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক

দেবাশিষ কুমার দাস, জেলা প্রতিনিধি, নওগাঁ।
নওগাঁর ধামইরহাট উপজেলায় বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদককারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) রাত ৮টার দিকে কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২৬৪ এমপি হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, ধামইরহাট থানার জৈনক রফিকের চায়ের দোকানের সামনে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে ১৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাইসাইকেল ও একটি মোবাইল ফোনসহ মোঃ গোলাম রব্বানী (৩২) নামে এক মাদককারবারীকে আটক করা হয়। সে ধামইরহাট উপজেলার নিউটা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ নুরুজ্জামান।
বিজিবি জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যসহ আসামিকে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। উদ্ধারকৃত মাদক ও মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৮৬ হাজার টাকা।এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24