প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 6, 2026 ইং
কোরেস বাংলাদেশ লিমিটেড, শ্রমিক বিক্ষোভ ,সানারপাড়, চিটাগাং রোড।

রিমা আক্তার, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
৬ই জানুয়ারি রোজ বুধবার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের,
কোরেস বাংলাদেশ লিমিটেড, গার্মেন্টস, শ্রমিক বিক্ষোভ মিছিল নিয়ে হাজির হন,
শ্রমিকদের দাবি, প্রতিষ্ঠানের এডমিন , মশিউর রহমান, বেশ কিছুদিন যাবত, হঠাৎ করে গার্মেন্টস বন্ধ করে দেন, এবং গার্মেন্টসের শ্রমিকদের সাথে, অশুভ আচরণ করেন নারী শ্রমিকদের সাথে, দীর্ঘ ২০-২৫ বছর চাকরির সার্ভিস থাকলেও, তাহাদের পাওনা টাকা না দিয়ে, হঠাৎ করে চাকরি ছাটাই করে দেন, প্রতিষ্ঠানের কর্মকর্তা, মশিউর রহমান এডমিন, প্রতিষ্ঠানের মধ্যেই, মনি মুক্তা নামে এক নারীর সাথে, অবৈধভাবে সময় কাটান, তাহার প্রতিবাদ করতে গেলে, উক্ত মশিউর রহমান গার্মেন্টস শ্রমিকদের হঠাৎ করে চাকরি অপসারণ ন্যায্য টাকা না দিয়ে বিদায় করে দেন,
আরো জানা যায়, মশিউর রহমান, শ্রমিকদের চাকরির সার্ভিস ২৫-৩০ বছর হলেও তাহাজমা নিয়ে, ১০-১৫ বছর করে ফেলেন, প্রতিষ্ঠানের এমডিকে জানানো হলেও তার প্রতিকার না পেয়ে, বাধ্য হয়ে জেলা প্রশাসকের নিকট উক্ত বিষয়ে জানানোর জন্য, তারা হাজির হন।
তারা জানান, পূর্বের কোন নির্ধারিত সময় না জানিয়ে, হঠাৎ প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন, পাওনা টাকা না পরিশোধ করে,শ্রমিকদের দাবি, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, আমাদের প্রাপ্য পরিষদ করার প্রেক্ষিতে, প্রতিষ্ঠানটির কার্যক্রম চালু করা হোক।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24