প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 4, 2026 ইং
খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও নেওয়াজ বিতরণ

পারভিন আক্তার নারায়ণগঞ্জ প্রতিনিধি,
মরহুম ,খালেদা জিয়ার, আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও নেওয়াজ বিতরণ, এম সারকেস নারায়ণগঞ্জ।
৪ ই জানুয়ারি রোজ রবিবার, ২০২৬, নারায়ণগঞ্জ হাজিগঞ্জ এম সার্কাস, মরহুম সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, খালেদা জিয়ার, আত্মার মাগফেরাত কামনায়, কৃষকদলের মহানগরের, মহিলা বিষয়ে সম্পাদিকা খোরশেদ আলম লিপি খন্দকারের নেতৃত্বে, অদ্ধ এলাকার বিএনপি'র নেতৃবৃন্দ সহযোগিতায়, দোয়া ও নেওয়াজ বিতরণ করেন, এবং মরহুম খালেদা জিয়ার রুহ ুর আত্মার মারফত কামনায়, সকলকে নিয়ে, দোয়া ও মোনাজাত করা হয়, আল্লাহ তাআলা তাকে যেন, সর্বশ্রেষ্ঠ বেহেশতের মর্যাদা দান করেন,
লিপি খোন্দকার, জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি'র শ্রদ্ধা বাচক খালেদা জিয়ার, মৃত্যুতে শুধু আপনি এতিম হননি , বাংলাদেশের বিশ কোটি মানুষ এতিম হয়েছেন, তাই আমরা আপনার পাশে আছি আগামীতেও থাকবো ইনশাল্লাহ। দোয়া শেষে নেওয়াজ বিতরণের মাধ্যমে, অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24