প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 26, 2025 ইং
ওয়াজ ও দোয়ার মাহফিল, বৃহতম খানপুর তল্লা এলাকার যুব সমাজের উদ্যোগে।

নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
নারায়ণগঞ্জ খানপুর তল্লা কবরবাসীদের ,রুহের মাগফিরাত কামনায়, ২৬ তারিখ শুক্রবার, দুপুর তিন ঘটিকা হইতে, বরফ কল খেলার মাঠে দোয়া ও মাহফিলের আয়োজন করেন,
প্রধান আলোচক ও আখেরি মোনাজাতের পরিচালনা করবেন,
আল্লামা মুফতি নূর হোসেন নূরানী, পীর সাহেব মুন্সিগঞ্জ, বিশেষ আলোচক,
হযরত মাওলানা মুফতি রাকিবুল ইসলাম মাহমুদী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ , মোফাসসিরে কুরআন তারুন্যের উচ্ছ্বাস, বাতিলের আতঙ্ক,
সভাপতিত্ব করবেন,
আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, ছককু,
আরো আলোচনা পেশ করবেন,
হযরত মাওলানা আল আমিন সাহেব,
হযরত মাওলানা মোঃ এমদাদুল্লাহ সাহেব,
হযরত মাওলানা মুফতি মোহাম্মদ বেলাল হোসাইন সাহেব,
হযরত মাওলানা ওমর ফারুক সাহেব,
মাহফিল পরিচালনা করবেন,
মুফতি শেখ সাব্বির আহমেদ,
সার্বিক ব্যবস্থাপনায়, মাহফিল বাস্তবায়ন কমিটি,
আরজগুজার,
জনাব মোঃ মাহবুবুর রহমান,
উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে, নারায়ণগঞ্জ ,খানপুর তল্লা, বরফ কল এলাকার, মৃত্যু সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায়, দোয়া কামনা করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24