প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 25, 2025 ইং
খ্রিস্টান ধর্মীয়, বড়দিন পালিত হলো যথাযথ মর্যাদায়।

মোঃ নাজির খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
নারায়ণগঞ্জের, সিরাজদৌলা , কুমেদিনী গেটের, সামনে খ্রিস্টান ধর্মীয় গির্জায়, যথাযথাই মর্যাদায়, খৃষ্টান ধর্মীয় অনুসারীদের, ২৫ শে ডিসেম্বর ২০২৫ এর বড়দিন পালিত হচ্ছে,
খ্রিস্টান ধর্ম অবলম্বীরা, সন্ধ্যার পর থেকেই, কি যায় আগমন করছেন, বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় গীর্জাটি, আলোকসজ্জা সজ্জিত করেছেন,
বড়দিন উপলক্ষে, তাহারা তাদের সন্তানদের নিয়ে নারায়ণগঞ্জ মিশন এসে জরা হয়ে আনন্দচিত্ত ে মুগ্ধ হয়েছেন,
খ্রিস্টান ধর্মীয় বড়দিন উপলক্ষে, দেখা গেছে হিন্দু সম্প্রদায়ের লোকেরা ও এখানে এসে জড়ো হয়ে তাদের সাথে আনন্দর সহিত বড়দিনে উদযাপন করছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24