প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 22, 2025 ইং
তাড়াইলে ওসির সাথে ওলামায়ে কেরামের মত বিনিময়

বিশেষ প্রতিনিধি : কিশোরগঞ্জ
(২২ ডিসেম্বর) সোমবার দুপুরে কিশোরগঞ্জের থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিনের সাথে ওসির কার্যালয়ে মতবিনিময় সভা করেছেন তাড়াইলের নেতৃত্বস্থানীয় ও সর্বদলীয় ওলামায়ে কেরাম।
তাড়াইল ইমাম উলামা পরিষদের সভাপতি ও দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস মাওলানা ফয়েজ উদ্দীনের নেতৃত্বে আলেমদের এ প্রতিনিধি দলে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুল হাই, সহ সভাপতি মাওলানা আবদুর রহীম, খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ্, তাড়াইল উপজেলা শাখার সভাপতি হাফেজ মারুফ বিল্লাহ্, সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান, মাওলানা কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীন, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা এনামুল হক, সহ সভাপতি মাওলানা আবদুর রউফ, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম শেখ, জামিয়াতুস সুন্নাহর মুহতামিম শায়খুল হাদিস মাওলানা ফখর উদ্দিন, শাহ সেকান্দর মদিনাতুল উলুম কওমি মাদরাসার মুহতামিম মাওলানা সৈয়দ আবু সায়েম, দিগদাইড় আতহারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24