প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 20, 2025 ইং
ফুটেজ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে উপর আঘাত করেন, তল্লার শফিউদ্দিন, ও কুতুব উদ্দিন।

মোহাম্মদ নাজির খান জেলা প্রতিনিধি,
২০, ডিসেম্বর, রোজ শনিবার, ৮ঃ০০ ঘটিকার সময়, তল্লার রেল লাইন, ফতুল্লা নারায়ণগঞ্জ,
মোঃ কুতুব উদ্দিন বিদেশি প্রবাসী ও শফিক উদ্দিন, তাদের ছোট ভাই রুবেলকে সম্পত্তির জের হিসেবে আতঙ্কিত হামলা করিলে, ক্রাইম তালাশের সাংবাদিক, শিশির আহমেদ শিশিরের উপর, কুতুব উদ্দিন ও শফিউদ্দিন, সংবাদকর্মীর, মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে আতঙ্কিত হামলা চালায়,
উক্ত বিষয়ে, তার সহকর্মী, সাংবাদিক, মোঃ নাজির খান, বাদী হয়ে, উক্ত বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন, এবং এস ,আই, মিলন ফকির, থানার, অভিযুক্তকারীর বাড়িতে গেলে তাদের বাড়িতে পাওয়া যায়নি।
উক্ত বিষয়ে প্রশাসনের কাছে, আইনি সহযোগিতা কামনা করেছেন , অন্যান্য সহযোগী সাংবাদিক বিন্দু।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24